বৃদ্ধাবস্থায় মানুষ কথা বলার মত কাউকে খুঁজে পায়না!

বৃদ্ধাবস্থায় মানুষ কথা বলার মত কাউকে খুঁজে পায়না!

একাকিত্ব মানুষের জীবনের সাথে বিশেষ ভাবে মিশে আছে। সেটা হতে পারে তরুন অবস্থায় কিংবা বৃদ্ধাবস্থায় । তবে বিশেষ করে বৃদ্ধাবস্থায় মানুষ যখন অনেকটা অচল হয়ে যায়, তখন কারো সাথে কথা বলার মতো তেমন কাউকে খুঁজে পায়না। এমনকি নিজ পরিবারের লোকজনও পরিবারের বৃদ্ধদের তেমন একটা সময় দিতে চান না। অনেকে আবার নিজ পরিবারের সদস্যকে, তাদের বৃদ্ধাবস্থায় অসহ্য মনে করে দূরে ঠেলে দেয়। তাইতো পৃথিবীতে হাজারো বৃদ্ধাশ্রম। 

কেউ কেউ তো আবার তাদের বৃদ্ধ বাবার সাথে এমন আচরন করে, যেন তারা বৃদ্ধ হয়ে যাওয়াতে পৃথিবীর কোন জ্ঞান নেই। তাই তাদের সাথে কথা বলা বা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা যেন কষ্টকর। এভাবে নানা কারণে বৃদ্ধাবস্থায় মানুষ বেশি একাকীত্বে ভোগে। 

অধিকাংশ মানুষই বৃদ্ধাবস্থায় তাদের সাথে কথা বলার মত কাউকে খুঁজে পান না এমনকি তাদের কথা শুনার মতও কাউকে খুঁজে পান না । কথা বলা আর শুনা দুটি আলাদা বিষয়। যখন মানুষ বৃদ্ধাবস্থায় পতিত হয়, তখন সে চায় কেউ তার কথা শুনুক। যাতে করে সে তার দীর্ঘ জীবনের নানা রকম অভিজ্ঞতা ও অনুভব গুলো কারো সাথে ভাগ করে নিতে পারে। ‘‘কথা তো সবাই বলতে পারে, কিন্তু কথা শুনে কয়জন ?’’ তাই এ বিষয়ে সবাইকে সচেতন হওয়া জরুরী আর বৃদ্ধাবস্থায় এমন পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। 

বৃদ্ধাবস্থায় মানুষ কথা বলার মত কাউকে খুঁজে পায়না!
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *