ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম। প্রতিটি মানুষের এমন ব্যক্তিত্ব গড়ে তোলা প্রয়োজন যা অন্যকে প্রভাবিত করে। যেন এমন ভাবে প্রভাবিত করে, যাতে করে নিজের সম্মান বৃদ্ধি পায় আর লোকেরা যেন তাদের অন্তরের বিশেষ স্থানে জায়গা দেয়।
নিজের প্রভাব বিস্তার করতে এমন ব্যক্তিত্ব গড়ে তোলা প্রয়োজন যা সবার চেয়ে আলাদা। সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক ক্ষেত্রেও ব্যক্তিত্বের গুরুত্ব অত্যধিক।
উত্তম ব্যক্তিত্ব ছাড়া যেমন সমাজে সম্মান অর্জন করা যায় না। ঠিক তেমনি পরিবারেও নিজের স্থান গড়া যায়না। পরিবারকে সুখী ও সুন্দর করতে হলে পরিবারের দায়িত্ববানদের এমন ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া প্রয়োজন যা পরিবারের সবাইকে প্রভাবিত করে। মা বাবার চরিত্র যদি সন্তানকে প্রভাবিত করার মতো না হয়, তাহলে তাদের সন্তানদের তারা কখনোই সুশিক্ষা প্রদান করতে পারবেন না।
তেমনি স্বামীর ব্যক্তিত্ব দ্বারা যদি স্ত্রী প্রভাবিত না হয়, সে পরিবারে সুখ শান্তি তো আসবেই না বরং পরিবার টিকে থাকাও কঠিন হয়ে পড়বে। সন্তানদের মানুষ করে তুলতে বাবা-মাকে আর সুখী সংসার গঠনে স্বামী স্ত্রী উভয়কে এমন চরিত্রবান হওয়া প্রয়োজন। যার দ্বারা একে অপরের প্রতি প্রভাবিত হয়, আর একের অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। নিজেকে ব্যক্তিত্ববান করে সমাজের মধ্যে বিশেষ স্থান অর্জন করে নেয়াটাই জ্ঞানী ব্যক্তির কাজ।
ok